5th September– ‘Teachers’ Day ‘in India and few information
৫ই সেপ্টেম্বর –ভারতে ‘শিক্ষক দিবস ‘ ও কিছু কথা
1. In India Teachers Day is celebrated on 5th September every year on the birth anniversary of of Dr. Sarvepalli Radhakrishnan. ভারতে শিক্ষক দিবস 5 ই সেপ্টেম্বর প্রতিবছর পালন করা হয় ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে।
2. In the year of 1962 ,when Dr. Sarvepalli Radhakrishnan became the second President of India, his students planned to celebrate his birthday on 5th September . But with his advice they started to celebrate this day as ‘Teachers’ Day’ to honour the teachers of the whole nation.1962 খ্রিস্টাব্দে যখন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের দ্বিতীয়তম রাষ্ট্রপতি হন তখন তাঁর ছাত্র-ছাত্রীরা তাঁর জন্মদিন পালন করতে পরিকল্পনা করেছিল । অবশেষে তাঁরই উপদেশে তারা এই সমগ্র জাতির শিক্ষকদের সম্মান প্রদর্শন করে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন শুরু করে।
3. He was a scholar and professor of Philosophy. তিনি ছিলেন দর্শন শাস্ত্রের একজন অধ্যাপক ও পন্ডিত ব্যক্তি।
4. He was the first Vice President of independent India. তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি।
5. He was the first Chairman of Rajyasabha in India . তিনি ছিলেন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান।
6. He became the second President of India in 1962 . তিনি 1962 খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয়তম রাষ্ট্রপতি হন।
7. He became the Vice-chancellor of Andhra University, Delhi University and Banaras Hindu University. তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন।
8. He became the Chairman of the first Education Commission in independent India, ‘ Higher Education Commission ‘ in 1948 – 49. তিনি 1948 – 49 সালে গঠিত হওয়া উচ্চ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন , যেটা ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন।
9. He was honoured with the ‘Honorary Membership of the British Royal order of Merit ’ in 1963. তিনি 1963 খ্রিস্টাব্দে ‘ অনারারি মেম্বারশিপ অফ দা ব্রিটিশ রয়েল অর্ডার অফ মেরিট ‘ সম্মানে ভূষিত হন।
10. He was elected Chairman of UNESCO’S Executive Board in the year of 1948. তিনি 1948 খ্রিস্টাব্দে ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান মনোনীত হন।
11. He was awarded with the ‘Bharat Ratna ‘ award in the year of 1954. তিনি 1954 খ্রিস্টাব্দে ‘ ভারতরত্ন ‘ সম্মানে ভূষিত হন।