আমরা মহান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন করছি। এই উপলক্ষে তাঁর সম্বন্ধে কিছু তথ্য এখানে উপস্থাপন করলাম –
- তিনি ১৯২১ খ্রিস্টাব্দের ২ রা মে জন্মগ্রহণ করেন। বিখ্যাত শিশুসাহিত্যিক, লেখক সুকুমার রায় ছিলেন তাঁর পিতা এবং মাতা ছিলেন সুপ্রভা রায় । বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন তাঁর পিতামহ। সত্যজিৎ রায়ের সুযোগ্য সন্তান বর্তমান যুগের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়।
- সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি ‘পথের পাঁচালী‘, যেটি ১৯৫৫খ্রিস্টাব্দে পরিচালনা করেন। এই চিত্র বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। প্রথম ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ডে‘ ভূষিত হয়েছিল এই পথের পাঁচালী ১৯৫৬ খ্রিস্টাব্দের ‘কান ফিল্ম ফেস্টিভ্যালে‘ ।পথের পাঁচালী সিনেমাটি রূপায়িত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অবলম্বনে।
- সত্যজিৎ রায় বিখ্যাত ‘অপু ট্রিলজির‘ স্রষ্টাা। সেগুলি হল- পথের পাঁচালী, অপরাজিত ,অপুর সংসার।
- শিশুদের জন্য তিনি বেশ কিছু আকর্ষণীয় চরিত্র সৃষ্টি করেছিলেন। ‘গুপী গায়েন বাঘা বায়েন‘ এই দুই চরিত্র এবং তাদের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
- তাঁর সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র সাইন্টিস্ট’ প্রফেসর শঙ্কুর’ চরিত্র।
- ডিটেকটিভ ‘ফেলুদা‘ তাঁর আরো এক অসাধারণ সৃষ্টি।
- ১৯৬৫ খ্রিস্টাব্দে তিনি ‘পদ্মভূষণ‘ পুরস্কারে ভূষিত হন।
- তিনি প্রায় 32 টি ন্যাশনাল ফিলম অ্যাওয়ার্ড বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ।
- ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে ‘পুরস্কারে ভূষিত হন ১৯৮৫ খ্রিস্টাব্দে ।
- ১৯৯২ খ্রিস্টাব্দে তিনি ‘ভারতরত্ন ‘পুরস্কারে সম্মানিত হন ।
- বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন, যেমন – গোল্ডেন লায়ন ,গোল্ডেন বিয়ার, সিলভার বিয়ার ,ইত্যাদি ।
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘সাম্মানিক ডক্টরেট ‘উপাধিতে ভূষিত হন ।
- ১৯৯২ খ্রিস্টাব্দে তিনি ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট ‘ বিভাগে ‘অস্কার পুরস্কারে‘ ভূষিত হন।
- ১৯৮৭ খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের বিখ্যাত ‘লিজিয়ন অফ অনার ‘পুরস্কারে ভূষিত হন।